Wellcome to National Portal
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

১.বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বল্প জনবল ও সীমিত আনুষঙ্গিক সুযোগ সুবিধার মাধ্যমে বিপুল সংখ্যক লোকের মানসম্মত পাসপোর্ট সেবা নিশ্চিত করা।

২.বিভিন্ন গণমাধ্যম, মেলা/ভার্চুয়াল মেলা ও ইলেকট্রনিক মিডিয়ায় পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য  ভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে পাসপোর্ট সন্মন্ধে জনসচেতনতা বৃদ্ধি।

৩.সকল পাসপোর্ট আবেদনকারীদের রোহিঙ্গা বায়োমেট্রিক যাচাই এবং সাক্ষাৎকার  গ্রহণের সময় সঠিকভাবে যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাসপোর্ট আবেদন গ্রহণ করা।

৪.সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং সময় সময় তদারকির মাধ্যমে যথাসময়ে পুলিশ প্রতিবেদন প্রাপ্তি নিশ্চিত করা।

৫.সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সময় সময় সভার আয়োজন করে সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান।